মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিহার বিধানসভায় সাফল্য পেয়ে নতুন অক্সিজেন পেয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।
‘মিশন বাংলা’ সামনে রেখে রাজ্য সংগঠনকে নতুন করে গুছিয়ে তুলতে মাঠে নেমে পড়েছে দল। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে, কাজ করতে হবে একযোগে, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। দলের অভ্যন্তরীণ মূল্যায়ণে উঠে এসেছে, ২০২৬-এর ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে পারে মহিলাসুরক্ষা ও আইনশৃঙ্খলার অবনতি।
বিহারে RJD-কে টার্গেট করতে বারবার ‘জঙ্গলরাজ’ ব্যবহার করেছে বিজেপি, আর ফল ঘোষণার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকেও সেই ‘জঙ্গলরাজ’ উপড়ে ফেলার কথা বলেন। বিজেপির বার্তা, “ভাল ভাবে বাঁচতে চাইলে বিজেপিকে ভোট দিন।” পাশাপাশি রাজ্যের বেকারত্ব, কাজের অভাবে ভিনরাজ্যে যাওয়ার প্রবণতাও প্রচারের বড় হাতিয়ার হবে।
