কোন মেট্রোয় নেমে কোন ঠাকুর দেখা যাবে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। দুর্গাপুজোর সময় কলকাতার ঠাকুর দেখার অন্যতম যাতায়াত ব্যবস্থা মেট্রো রেল। আপনি যদি দক্ষিণেশ্বর, বরাহনগর, নোয়াপাড়া থেকে মেট্রোতে ওঠেন তাহলে দমদমে নেমে হল দমদম পার্ক, দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সার্বজনীন।

দমদমের পরের স্টেশন বেলগাছিয়া। সেখানে দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয় এর মতন কিছু পুজো। পাশাপাশি এখান থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর ঠাকুর দেখতে পারেন। বেলগাছিয়ার পরের স্টেশন শ্যামবাজারনামলে শ্যামস্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন ও ফ্রেন্ডস ইউনিয়নের মতন কিছু পুজো দেখতে পারেন।

শ্যামবাজারের পরবর্তী স্টেশন শোভাবাজার এখানে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর। তারপর সেখান থেকে বেরিয়ে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, আইরীটোলা সার্বজনীন, বেনিয়াটোলা লেন প্রমুখ। এছাড়াও এখান থেকে আরেকটু এগোলে আপনি দেখতে পাবেন নলিন সরকার স্ট্রিট, গৌরী বাড়ি, তেলেঙ্গা বাগান, কাশীবোস লেন, হাতিবাগান নবীন পল্লী, সিকদার বাগানসহ বেশ বড় কিছু পুজো মন্ডপ।