জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে একেবারে খোশমেজাজে মূর্তি নদীর পাড় ধরে হেঁটে যেতে দেখা যায় চিতাবাঘকে। মেদলা ওয়াচ টাওয়ার থেকে প্রায় মিনিট খানেক ধরে চিতাবাঘ চাক্ষুস করতে পেরেছেন পর্যটকরা। এতে তাঁরা খুশি। কার সাফারিতে সচরাচর চিতাবাঘ দেখা যায় না। কিন্তু রবিবার বিকেলে খুব ভালোভাবে পর্যটকরা চিতাবাঘের দর্শন পেয়েছেন।
কলকাতা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গার অন্তত জনা ত্রিশ পর্যটক ছিলেন ওয়াচ টাওয়ারে। মূর্তি নদীর ধার ধরে চিতাবাঘের হেঁটে যাওয়ার দৃশ্য তাঁরা মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেছেন।’ বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত যে সাফারি হয়ে থাকে, তাতেই মেদলায় চিতাবাঘের দর্শন মেলে।
গাইডরা বলেন, ‘বিকেলের সাফারিতে গোরুমারা থেকে পর্যটকদের নিয়ে পাঁচটি গাড়ি মেদলায় গিয়েছিল। রামশাই থেকেও এসেছিল বেশ কয়েকটা গাড়ি। সবমিলিয়ে ত্রিশজনের মতো পর্যটক ছিলেন মেদলায়। প্রত্যেকেই ওয়াচ টাওয়ার থেকে চিতাবাঘ দেখেছেন।
