মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বদলে যাচ্ছে সমীকরণ। এনকেডিএ-র চেয়ারম্য়ান হওয়ার পরই ফের আলোচনায় শোভন চট্টোপাধ্যায়।
বেহালা নাগরিক মঞ্চের তরফে লাগানো হয়েছে পোস্টার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে এনকেডিএ চেয়ারম্যান করার জন্য। আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ ২৫ বছর ধরে বেহালা পশ্চিমের বিধায়ক। তবে এখন তিনি শিক্ষা দুর্নীতি মামলায় জেলে। যদিও শীঘ্রই তাঁর মুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু জেল থেকে বেরোলেও কি তিনি আবার এই কেন্দ্র থেকে টিকিট পাবেন? দলের অন্দরে এখন সেই নিয়েই গুঞ্জন। একাংশের মতে, পার্থর বদলে শোভনকেই এবার বেহালা পশ্চিমের মুখ করতে পারে তৃণমূল।
