অটোয় যাওয়ার সময় হঠাৎ করে কেন এক বৃদ্ধার মৃত্যু হলো?

0 min read

কলকাতায় বৈশাখের শুরুতেই ৩৯ ডিগ্রি ছুঁই ছুঁই পারদ। সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলেও পূর্বাভাস। জেলায় আরও বেশি তাপমাত্রা। ইতিমধ্যেই বর্ধমানের পানাগড়ে পারদ ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ৪১.৬ ডিগ্রি মেদিনীপুরেও। বাঁকুড়ার বিষ্ণুপুরে তাপমাত্রা ৪১.৫ ডিগ্রিতে পৌঁছেছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি, দমদমে ৩৯.৫ ডিগ্রি। ওদিকে আসানসোলেও ৪০.২, কলাইকুণ্ডায় ৪০.০। এই পরিস্থিতিতে এদিন তীব্র গরমে অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়।

তিনি অটোয় করে যাওয়ার সময়ই তীব্র গরমে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন। ওই বৃদ্ধার অটোতেই মৃত্যু হয়। তাঁকে অটোচালকের প্রচেষ্টায় নিয়ে যাওয়া হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই পরিস্থিতিতে মৃতার পরিচয় জানতে অটোচালক সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি শেয়ার করেন। সেই সূত্র ধরেই পাওয়া যায় মৃতার পরিচয়। সোনারপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শেখ শাকিলা বিবি। বয়স ৬২ বছর। স্বামী প্রয়াত আকবর আলী। মৃতা সোনারপুরেরই দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এদিন চোহাটি আসার উদ্দেশ্যে শেখ শাকিলা বিবি পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন। তিনি আসার পথে অসুস্থ হয়ে পড়েন। অটোচালক ও সহযাত্রীরা ওই বৃদ্ধাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই সোনারপুর থানার পুলিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সোনারপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। দেহ উদ্ধার করে আজই ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে সোনারপুর থানা পুলিস সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে পরিবারের লোককেও খবর দেওয়া হয়েছে বলে খবর পুলিস সূত্রে।

You May Also Like