আর পাঁচ জন তারকার থেকে একেবারেই আলাদা রণবীর কাপুর। রণবীর এমনিতেই খুব সাধারণ জীবন যাপনে অভ্যস্ত। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন। সমাজমাধ্যমেও তিনি একেবারে সক্রিয় নন। এমনকি ছবির শুটিংয়ে গিয়েও একটু আলাদা থাকতে পছন্দ করেন তিনি। রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া সারেন একা।
সম্প্রতি এক প্রযোজনা সংস্থার পরিচালন প্রধান রাজীব মাসান্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একবার এক বিদেশি বিমানবন্দরে তিনি রণবীরকে আবিষ্কার করেন সাধারণ যাত্রীদের সারিতে। একেবারে শান্ত হয়ে তিনি অপেক্ষা করছিলেন। রাজীব যখন তাঁকে জিজ্ঞাসা করেন, কোন দলের সঙ্গে তিনি সেখানে গিয়েছেন, রণবীর বলেন, তিনি একাই এসেছেন। অথচ, পরে দেখা যায় বিমানবন্দরের বাইরে কেউ অপেক্ষা করছিলেন তাঁর জন্য। আসলে তিনি কাজেই এসেছিলেন। কিন্তু কাজে এলেও নিজের মতো করে সময় কাটাতে ভালবাসেন রণবীর।
রাজীব আরও বলেন, “এটা একজন মেধাবী অভিনেতার পক্ষেই সম্ভব। সাধারণের মধ্যে থেকেই তিনি নিজের চরিত্রগুলিকে আরও কাছ থেকে বুঝে নিতে চান, যাতে অভিনয়ে ফুটে ওঠে বাস্তবতা।”