জলপাইগুড়িতে বুনো হাতির হানা, রাতভর আতঙ্ক শহরজুড়ে

জলপাইগুড়ি জেলা শহরের মধ্যে ঢুকে পড়া‌ বুনো হাতিটিকে শেষ পর্যন্ত ট্রাঙ্কুলাইজড‌ করে কাবু করল‌ বনদপ্তরের কর্মীরা। করলাভ্যালি চা-বাগানে‌ এসে গর্তের মধ্যে পড়ে গিয়েছিল মাঝ বয়সী বুনো হাতিটি। পরবর্তীতে সঙ্গিহীন হয়ে দিশেহারা অবস্থায় রাতে‌র দিকে শহরের ভেতরে ঢুকে পড়ে হাতিটি। করলা নদীর ধার‌ দিয়ে হাতিটি‌ জলপাইগুড়ি শহরের আনন্দচন্দ্র কলেজ চত্বরে চলে আসে।

কলেজে মেয়েদের হোস্টেলে পাশে ঘোরাঘুরি করে কিছুক্ষণ। এর আগে জলপাইগুড়ি সরকারি‌ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে একটি বাড়িতে হামলা চালিয়ে একজন মহিলাকে‌ আহত করে। দুটি ঘর‌ও ভাঙচুর করে হাতিটি। শেষে অন্ধকারের‌ মধ্যে হাতিটি শহরে ঢুকে পড়ায়‌ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গভীর রাতে হাতিটি‌ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর‌ রাজবাড়ির‌ পাশে‌ থাকা‌ সেগুন‌ গাছের বাগানে চলে আসে।

সেখানেও‌ বনকর্মীরা পিছু‌ নেয় তার। অবশেষে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় হাতিটিকে ভোররাতের‌ দিকে ট্রাঙ্কুলাইজড‌ করে কাবু করতে সক্ষম হন‌ বনকর্মীরা। পরবর্তীতে ক্রেনের‌ সাহায্যে‌ একটি লরিতে‌ চাপিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হয় হাতিটিকে।