দিনের আলোয় দুরামারির উত্তর শালবাড়িতে আটকে পড়ল বুনোহাতি

বনদপ্তর সূত্রে খবর, মরাঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে রাতে লোকাল এলাকায় ঢুকে পড়ে চারটি হাতির একটি দল। এর মধ্যে দুটি হাতি ভোরের দিকেই জঙ্গলের দিকে ফিরে গেলেও, বাকি দুটি হাতি দুরামারির দক্ষিণ শালবাড়ি হয়ে উত্তর শালবাড়ির তুড়িপাড়া এলাকায় প্রবেশ করে। এদের মধ্যে একটি হাতি একটি ছোট্ট ঝাঁপের (পুকুর/গর্ত) ভিতরে আটকে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইডলাইফ স্কোয়াড, খট্টিমারি বিটের বনকর্মীরা এবং পাশাপাশি বানারহাট থানার পুলিশবাহিনী। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দিনের আলোয় হাতিগুলিকে জঙ্গলে ফেরানো সম্ভব নয়, কারণ ভিড় ও আলোতে হাতিরা উত্তেজিত হয়ে পড়তে পারে। তাই সন্ধ্যা নামার পর বা রাতের দিকে পরিস্থিতি অনুকূল হলে হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে।

অন্যদিকে, ভোর ৬টা নাগাদ স্থানীয়রা হাতিগুলোকে প্রথম চোখে দেখে। এখন পর্যন্ত এলাকায় একটি ছোট হাতি ও একটি বড় হাতি অবস্থান করছে। প্রচুর মানুষের ভিড় জমে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বনকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বারবার সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিচ্ছে। পাশাপাশি কয়েকজন স্থানীয় যুবকও ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করছেন।