চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান। বাংলাদেশ থেকে এসে পৌঁছেছে ট্রাক ভর্তি করে টাটকা ইলিশ মাছ। এদিকে বাজারে আগে থেকেই রয়েছে ডায়মন্ড হারবার, গুজরাট আর মায়ানমারের ইলিশ। সব মিলিয়ে পুজোর মুখে বাজার ভরা রূপোলি শষ্যে।
এমনিতে ইলিশের ক্ষেত্রে বাংলাদেশের পদ্মা এবং মেঘনা নদীর মাছের চাহিদা থাকে সবথেকে বেশি। তবে স্বাদের দিক দিয়ে গুজরাট এবং মায়ানমারের ইলিশও কম যায় না। তার উপর দামের দিক দিয়ে এই দুই জায়গার ইলিশ মধ্যবিত্তের সাধ্যের মধ্যেও। তাই অনেকেই ইলিশের খোঁজে এসে মায়ানমার এবং গুজরাটের ইলিশ কিনে নিয়ে যান।
আগামী সপ্তাহেই হাওড়ার বাজারে এসে পৌঁছাতে পারে বাংলাদেশের ইলিশ। উল্লেখ্য, গতবারের তুলনায় এবার অনেক কম পরিমাণে মাছ রপ্তানি হয়েছে ভারতে। গতবার বাংলাদেশ থেকে ইলিশ আসার পর ১০০০-১২০০ গ্রামের মাছ বিক্রি হয়েছিল ১৭০০-১৮০০ টাকা কেজি দরে। তবে এবার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
