ফের হাড় কাঁপানো শীত দক্ষিণবঙ্গে

ফের কমল পারদ। উত্তুরে হাওয়া আসতেই তাপমাত্রা ফের কিছুটা কমল। আগামী দু-দিনে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। ফের শীতের নতুন স্পেল শুরু হচ্ছে। গতকাল অর্থাৎ, রবিবারের থেকে সোমবার তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে ২ ডিগ্রি মতো কম।

জানা যাচ্ছে, আগামীকাল আরও নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে ১১ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে ৭ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের চার জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। গত কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও, সোমবার ফের নিম্নমুখী তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে গেল, কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে।

শীতের স্পেল বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোন হেরফের নেই আগামী পাঁচ থেকে সাত দিন। একই রকম আবহাওয়া থাকবে।দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।