উত্তরে বাড়ছে শীতের আমেজ

রাজ্যে শীতের আমেজ ক্রমেই বাড়ছে। উত্তুরে হাওয়া জোরালো থাকায় ভোর ও রাত্রিকালীন ঠান্ডা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন পারদের বড় ধরনের পতন না-হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে আজ সকালেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট। কোথাও দৃশ্যমানতা নেমে আসে।

শীতের তেজ বাড়তেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এসেছে পরিবর্তন। শিলিগুড়ি হিলকার রোডে দেখা গেল, ভোরবেলা পথচারীদের আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চিত্র। ঠান্ডার কামড় এড়াতে স্থানীয়রা দল বেঁধে দাঁড়িয়ে আগুনে হাত সেঁকছে। পাহাড়ে তো বটেই, সমতলেও শীতের এমন আবহ মন কাড়ছে সবার।

২৫ ডিসেম্বরের আগেই রাজ্যজুড়ে শীতের রূপ স্পষ্ট। প্রকৃতির এই পরিবর্তনকে উপভোগ করতে ব্যস্ত মানুষজন, কেউ বেরোচ্ছেন সকালের হাঁটায়, কেউ বা কুয়াশার ছবি তুলতে। শীতের এই দৃশ্য রাজ্যের পাহাড় থেকে সমতলের মনোরম আবহকে আরও বেশি সুন্দর করে তুলেছে।