বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। এই পরিস্থিতিতে হঠাৎ করে তাপমাত্রা বাড়ছে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই কমছে শীতের আমেজ। বেশ কয়েক ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আবহবিদরা জানিয়েছেন, এ বছরও বাংলা থেকে শীতের প্রভাব দ্রুত কমে যাবে।
তাপমাত্রা বাড়তে শুরু করবে আরও। বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তার পরের তিনদিন তাপমাত্রা একই রকম থাকবে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা সমানে বাড়ছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে।
লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুঁসছে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে ঠান্ডার পথ আকটাচ্ছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনায় হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়।
