বন্ধ বেতন, রাজবংশী শিক্ষকদের মাথায় হাত

দক্ষিণ দিনাজপুর জেলার রাজবংশী ভাষা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বেতন গত দু’মাস ধরে বন্ধ রয়েছে। পুজোর মুখে এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। জেলায় মোট ১২টি রাজবংশী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ৪৩ জন প্যারাটিচার কাজ করেন। তাঁরা মাসে ১০ হাজার টাকা বেতন পান।

একজন শিক্ষক শুভরায় বলেন, “উত্তরবঙ্গের অন্য জেলায় এমন সমস্যা নেই, কেবল আমাদের এখানেই হচ্ছে। পুজোর আগে বেতন না পেলে আমরা বড় সমস্যায় পড়ব।” দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ বর্মন জানিয়েছেন, মঙ্গলবার থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের নাম নথিভুক্তকরণে কিছু জটিলতা তৈরি হওয়ায় এই সমস্যা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিক বিমলকৃষ্ণ গায়েন এবং ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা উভয়েই দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।