Vবাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের লোকানো মাদক! দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযানে মহিলা মাদক কারবারির বাড়ি থেকে উদ্ধার ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার! গ্ৰেফতার কুক্ষাৎ মহিলা মাদক কারবারির ছায়া সঙ্গী সাদিকা খাতুন (৩৬), গন্ডগোল জোতের বাসিন্দা।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো দার্জিলিং জেলা পুলিশের জিরো টলারেন্স অভিযানে বাড়ি বাড়ি হানা দেয় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশের অভিযানে ধৃত মহিলা মাদক কারবারি বাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের সাব ট্যাঙ্কের ধার থেকে উদ্ধার হয় তিন পেকেট ব্রাউন সুগার। উদ্ধার ব্রাউন সুগার ওজন প্রায় ৩০৬ গ্ৰাম।
মাদক উদ্ধার হতেই মাদক কারবারের অভিযোগে NDPS মামলায় অভিযুক্ত মহিলাকে গ্ৰেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত মহিলা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। মহিলার সাথে জড়িত খোঁজ শুরু করেছে পুলিশ।
