প্রতি বছরের ন্যায় এই বছরও কামারপাড়া ছট পুজো কমিটি শোভাযাত্রার আয়োজন করেছিল ছট পুজোকে কেন্দ্র করে। মহিলা পুরুষ সকলেই এই শোভাযাত্রার অংশগ্রহণ করেন। মহিলারা লাল পাড় শাড়ি পড়ে মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় হাটে।সামনে ছিল বাজনা তাসা। কামারপাড়া থেকে শুরু হয়ে দিন বাজার, বেগুন টারী, কদমতলা, সমাজ পাড়া হয়ে কামারপাড়ায় শেষ হয়।
কামারপাড়া ছট পুজো কমিটির সদস্য বলেন বেশ কয়েকবছর ধরে ছট পুজো কে কেন্দ্র করে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়।এই বছর ও সেটাই করা হলো।তাসা ও ঢাক নিয়ে কয়েক শো পুরুষ ও মহিলা এখানে অংশগ্রহণ করেছিল।
