রাত ভর ভারী বৃষ্টিতে ভেঙে গেল কাঠের সেতু

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর ভারী বৃষ্টির জেরে ধূপগুড়ি মহকুমার বারোঘারিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তাপাড়া সংলগ্ন গাঁন্দ্রা নদীর কাঠের সেতু জলের স্রোতে ভেঙে গেল। সে তো ভেঙে যাওয়ায় সমস্যায় গ্রামের বহু মানুষ মানুষ, এই কাঠের তৈরি সেতু দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায় পাশাপাশি অফিস,বাজার খুব সহজে পৌঁছে যায় এই এলাকার মানুষ।

এই সেতু ভেঙে পড়ায় প্রায় কয়েক কিলোমিটার ঘুর পথে যেতে হবে এলাকার বাসিন্দাদের। সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ। এই সেতুটি দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় ছিল আর রাতভর  বৃষ্টিতে গাঁন্দ্রা নদীর জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে ভেঙে পড়ে সেতু।