আটিয়াবাড়ি চা বাগানে পরিকাঠামোর অভাব এবং কর্মী সংকটের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। শনিবার সকাল থেকে কালচিনি ব্লকের বাঙ্গাবাড়ি এলাকায় শতাধিক শ্রমিক ধর্নায় বসেন এবং পূর্ণ কর্মবিরতির ডাক দেন। তাঁদের অভিযোগ, বাগানের ক্রেশে শিশুদের দেখাশোনার জন্য চারজন পরিচারক থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে পর্যাপ্ত কর্মী নেই। পাশাপাশি, শ্রমিকদের জন্য জল সরবরাহের দায়িত্বে থাকা কর্মচারীর অভাবও রয়েছে।
শুক্রবার বিকেল থেকেই আন্দোলনের সূচনা হয়। শ্রমিকরা চা পাতা তুলে তা রাস্তায় ছড়িয়ে দিয়ে প্রতিবাদ জানান। শনিবার সকাল থেকে তাঁরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হন, ফলে চা উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা দাবি তুলেছেন শিশুদের নিরাপত্তা ও পরিচর্যার জন্য পর্যাপ্ত পরিচারক নিয়োগ, শ্রমিকদের জন্য জল সরবরাহে কর্মী নিয়োগ এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়ন ও শ্রমিক কল্যাণে প্রশাসনিক হস্তক্ষেপের। চা বাগান কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
