প্লাইউড মিল স্থানান্তরের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ, রাজ্য সড়ক অবরোধ

তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের শালডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, একটি প্লাইউড কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত ঘিরে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন কারখানার প্রায় ২০০ জন শ্রমিক। টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে তারা মিল স্থানান্তরের বিরোধিতা করেন।

জানা গিয়েছে, মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা এলাকায় একটি পুরনো প্লাইউড মিল দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। সম্প্রতি মিল কর্তৃপক্ষ সেই কারখানা ঘোকসা ডাঙ্গা এলাকায় স্থানান্তরের অনুমতি চেয়ে কোচবিহার বন দপ্তরে আবেদন করে। পরবর্তীতে বনবিভাগের আধিকারিকরা মিল পরিদর্শন করে স্থানান্তরের অনুমোদন দেন।

এই সিদ্ধান্তকে ঘিরেই উদ্বেগ ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। তাঁদের অভিযোগ, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই মিল স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, যদি মিল অন্যত্র সরে যায়, তবে তারা কর্মহীন হয়ে পড়বেন।

এই অবস্থায় মিল চালু রাখার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বক্সিরহাট – শালডাঙ্গা সংযোগকারী সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি, ছুটে আসেন নাগুরহাট ও আটিয়া মোচড় বিটের বন দপ্তরের আধিকারিক তপন নার্জিনারী ও পাঞ্চালি রায়।

তাদের আশ্বাসে শেষমেশ অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। তবে শ্রমিকদের একটাই স্পষ্ট দাবি—এই প্লাইউড মিল কোনও অবস্থাতেই অন্যত্র সরানো চলবে না। প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা এখন দেখার অপেক্ষা।