সাইলি চা বাগানে ২০% বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ কাজ

শনিবার সকাল থেকে বাগানের সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা বাগানে ২০% হারে বোনাস দেওয়া বাধ্যতামূলক হলেও, সাইলি চা বাগানে শ্রমিকদের অ্যাকাউন্টে মাত্র ১৫% হারে বোনাস পাঠানো হয়েছে।

চা শ্রমিকদের অভিযোগ, বিগত কয়েক দিন ধরে তাঁরা গেট মিটিং-এর মাধ্যমে বারবার তাঁদের দাবির কথা জানিয়ে এসেছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। শুক্রবার আচমকাই শ্রমিকদের অ্যাকাউন্টে ১৫% হারে বোনাস ঢোকে, যার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আজ সকাল থেকে চা পাতা তোলা সহ সব কাজ বন্ধ রেখে বাগান চত্বরে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ।

শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বাকি ৫% বোনাস না দিলে কেউ কাজে ফিরবেন না। বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এই আন্দোলন তাঁদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে।