চুরি যাওয়া ৩১ বস্তা তৈরি চাপাতা উদ্ধার করল শ্রমিকেরা

সোমবার সকালে এঘটনায় নাগরাকাটা ব্লকের নয়াসাইলি চাবাগানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা রাত একটা নাগাদ শ্রমিকেরা টের পায় কেউ বা কারা ফ্যাক্টরির ভিতর থেকে তৈরি চাপাতার বস্তা তুলে নিয়ে যাচ্ছে।

চৌকিদার দেখে ফেললেই দৌড়ে পালিয়ে যায়।এরপর ঐ চৌকিদার রাতারাতি চাবাগান কতৃপক্ষকে খবর দেয়। চাবাগান কতৃপক্ষ চলে আসে। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশও চলে আসে।

সোমবার সকাল দশটা নাগাদ চাবাগানের দুটি জায়গা থেকে ৩১ বস্তা চাপাতা উদ্ধার করে পুলিশ। ম্যানেজার দেবাশিষ রায় বেলা সাড়ে দশটা নাগাদ নাগরাকাটা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।