একটি বেসরকারি হোটেলে মূলত ফায়ার ও ফুট সেফটি act কিভাবে পালন হবে বা এর জন্য কি কি করনীয় দরকার তা নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল।
এখানে জলপাইগুড়ি পৌরসভা ডোমকল বিভাগের আধিকারিক ফুড সাপ্লাইয়ের আধিকারিকসহ ব্যবসায়ী মহলের বিভিন্ন প্রতিনিধি রা এখানে অংশগ্রহণ করেছিল।
ফায়ার ও ফুট সেফটির বিষয়ে কি ধরনের আইন রয়েছে বা কি বলা হয়েছে তা সঠিকভাবে জানার জন্যই আজকের এই কর্মশালা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্ষেত্রে কি ধরনের কাজ করা উচিত তাও আলোচনা হয় এখানে।
