বিশ্ব পাখি দিবস পালন, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা পাখিপ্রেমীদের

বালুরঘাট শহরে প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের উদ্যোগে পালিত হল বিশ্ব পাখি দিবস। পরিবেশ দূষণের বৃদ্ধি ও পাখিদের বিলুপ্তির আশঙ্কা থেকে পাখির অস্তিত্ব রক্ষার লক্ষ্যে ২০১২ সাল থেকে ইউনেস্কোর কাছে এই দিনটিকে আন্তর্জাতিকভাবে বিশ্ব পাখি দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছে পাখিপ্রেমী মহল।

২০১২ সালের ১২ই ডিসেম্বর প্রয়াত চিকিৎসক ডা. দেবব্রত ঘোষ, প্রয়াত দন্ত চিকিৎসক ডা. রামেন্দু ঘোষ ও শহরের একদল পরিবেশপ্রেমীর উদ্যোগে শুরু হয় এই দিনটি পালনের প্রচলন। সেই ধারাবাহিকতায় এদিন চকভৃগুর প্রত্যুষ ও ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশনের কার্যালয় থেকে সংস্থার সম্পাদক কৃষ্ণপদ মন্ডলের নেতৃত্বে পাখিপ্রেমীদের নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। “সকাল” সংস্থার সদস্যরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন সম্পাদক কৃষ্ণপদ মন্ডল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রদোষ মিত্র ও দুর্গা শংকর সাহা, দিশারী সংকল্পের সম্পাদক তুহিনশুভ্র মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার আমিন সহ সমাজসেবী সুশীল চন্দ্র পাল। পাখি ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে ‘পাখির ডাকে সকাল হলো’ গান পরিবেশন করেন তুহিনশুভ্র মন্ডল।

বক্তারা জানান, শুধুমাত্র ১২ই ডিসেম্বর একদিন পালন করলেই চলবে না, পাখিদের টিকিয়ে রাখতে সারাবছর মানুষকে সচেতন থাকতে হবে। রাস্তার ধারে ফলের গাছ লাগানো, গাছ কাটা বন্ধ করা সহ বাড়ির ছাদ বা উঠোনে পাখিদের জন্য জল ও দানাশস্য রাখা জরুরি।

অনুষ্ঠানের শেষে সমাপ্তি ভাষণ দেন সংস্থার সভাপতি ও বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার রায়।