জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই উপলক্ষে শহরে একটি সচেতনতামূলক র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। ২৮ জুলাই প্রতি বছর সারা বিশ্বব্যাপী পালিত হয় হেপাটাইটিস দিবস৷
হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই সম্পর্কে জনসচেতনতা তৈরি করা রোগনির্ণয়, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ ৷ জানা যাচ্ছে, সারা বিশ্ব জুড়ে হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যান কয়েক লক্ষ মানুষ। তাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর।
এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এছাড়া স্বাস্থ্য দপ্তরের কর্মী ও নার্সিং ছাত্রীরা র্যালিতে অংশ নেন। পরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিন হেপাটাইটিস রোগ প্রতিরোধ বিষয় নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
