শাওমি ইন্ডিয়া লঞ্চ করল রেডমি ১৫ ফাইভ জি

শাওমি ইন্ডিয়া তাদের বিশ্বব্যাপী ১৫ বছরের উদ্ভাবনী যাত্রা ও ভারতে ১১ বছরের সফরকেউদযাপন করতে উদ্বোধন করল তাদের নয়া হ্যান্ডসেট রেডমি ১৫ ৫জি। নতুন এই মোবাইলটি শক্তি, পারফরম্যান্স ও স্টাইলের সমন্বয়ে আজকের যুগের সংযুক্ত ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।

রেডমি ১৫ ৫জি প্রথমবারের মতো ৭০০০এমএএইচ ক্ষমতাসম্পন্ন ইভি-গ্রেড সিলিকন-কার্বন ব্যাটারি নিয়ে এসেছে, যা ৩৩ওয়াট ফাস্ট চার্জিং ও ১৮ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধাসহ ৪৮ ঘণ্টা পর্যন্ত শক্তি সরবরাহ করতে সক্ষম। এতে রয়েছে ৬.৯ ইঞ্চির এফএইচডি+ অ্যাডাপ্টিভ সিঙ্ক ডিসপ্লে- যা সর্বোচ্চ ১৪৪হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাশাপাশি,আরও আকর্ষণীয় বিনোদনের অভিজ্ঞতার জন্য এই মোবাইলে দেওয়া হয়েছেটিইউভি রাইনল্যান্ড ট্রিপল সার্টিফিকেশন ও ডলবি-সার্টিফায়েড স্পিকার।

ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর,সর্বোচ্চ ১৬জিবি র‌্যাম (ভার্চুয়াল র‌্যামসহ) এবং ইউএফএস ২.২ স্টোরেজ। এআই ফিচার সমৃদ্ধ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরাবিভিন্ন ধরনের ছবি তোলার দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে। শাওমি হাইপারওএস ২ এবং অ্যান্ড্রয়েড ১৫-এ চলা এই হ্যান্ডসেটে রয়েছে উন্নততর বুদ্ধিমত্তা ও মসৃণ মাল্টিটাস্কিংয়ের ক্ষমতা। আগামী ২৮ অগাস্ট থেকে ফ্রস্টেড হোয়াইট,মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পল রঙে এই মোবাইলউপলব্ধ হবে। দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে।