রাজ্যে যে রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করবে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই দলকেই পূর্ণ সমর্থন জানানো হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন—এমনই হুঁশিয়ারি দিল এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটি। রাজগঞ্জ ব্লক কমিটি পুনর্গঠনের পর এই বার্তা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায়।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায় কার্তিক রায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় এক বৈঠক। সেখানে ব্লক কমিটি গঠন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অবশেষে ব্লক সভাপতি হিসেবে কার্তিক রায়ের নাম ঘোষণা করা হয়। মোট ৪০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গড়ে ওঠে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় স্পষ্ট ভাষায় জানান, “উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হয়নি। একাধিক দাবি রয়েছে। যে দল এই দাবি পূরণ করবে, তাদের সঙ্গে তারা। যদি না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়।
বলা বাহুল্য, রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা নতুন সমীকরণ তৈরি করতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আসন্ন নির্বাচনে এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটির অবস্থান রাজনীতির মাটিতে বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান।
