ভারতের অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস (YRF) ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা করেছে। এই উদ্যোগের ফলে ৩,০০০ এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্রিটিশ অর্থনীতিতে লক্ষ লক্ষ পাউন্ড যোগ হবে।
সোমবার মুম্বাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার যশ রাজ স্টুডিও পরিদর্শনের সময় এই ঘোষণা করেন। তিনি এটিকে দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার একটি বড় অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন।
YRF-এর এই পদক্ষেপ দীর্ঘ আট বছর বিরতির পর যুক্তরাজ্যে প্রত্যাবর্তন। YRF-এর সিইও অক্ষয়ে বিধানি জানান, আইকনিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (DDLJ) সহ তাদের বহু ছবির শুটিং যুক্তরাজ্যে হয়েছে এবং এই দেশ তাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। এই প্রত্যাবর্তনটি YRF-এর ২০ বছর পূর্তি এবং DDLJ-এর ৩০তম বার্ষিকীর আগে ঘটল।
প্রধানমন্ত্রী স্টারমার আশা করেন, YRF-এর এই পদক্ষেপ “প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে, সাংস্কৃতিক বন্ধন জোরদার করবে” এবং যুক্তরাজ্যকে বিশ্বমানের চলচ্চিত্র গন্তব্য হিসেবে তুলে ধরবে।
