ভারতের বেসরকারি খাতের অন্যতম প্রধান ব্যাংক, ইয়েস ব্যাংক (Yes Bank)-এর শেয়ার বিক্রির বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। জাপানের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (SMBC)-কে শেয়ার বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে ইয়েস ব্যাংক।
ভারতীয় প্রতিযোগিতামূলক কমিশন (CCI) এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) থেকে আগেই অনুমোদন পাওয়া গিয়েছিল। এবার এসএমবিসি-এর পক্ষ থেকেও সবুজ সংকেত আসায় লেনদেন প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ইয়েস ব্যাংক একটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে এসএমবিসি-কে প্রায় ৪,৫০০ কোটি টাকার শেয়ার বিক্রি করবে। এই লেনদেন সম্পন্ন হলে এসএমবিসি-র হাতে ইয়েস ব্যাংকের প্রায় ১০% শেয়ার চলে আসবে। এই অর্থ ইয়েস ব্যাংকের মূলধন বাড়াতে এবং তার আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
এই অনুমোদন ইয়েস ব্যাংকের জন্য একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এটি শুধু ব্যাংকের মূলধন বাড়াবে না, বরং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে এর প্রতি আস্থা ফিরিয়ে আনবে। এসএমবিসি-এর মতো একটি বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের বিনিয়োগ ইয়েস ব্যাংকের ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলবে। ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই অনুমোদনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে এবং আশা করছে যে এর মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে।
এই শেয়ার বিক্রির ফলে ইয়েস ব্যাংক তার ঋণ প্রদান ক্ষমতা বাড়াতে পারবে এবং বাজারে তার অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
