তিন প্রজন্মের যোগ অভ্যাসকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে লড়াই চালাচ্ছে হাওড়ার বাগনান দুই ব্লক এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র স্নেহাশীষ।এখন সে জেলা,রাজ্য, জাতীয় স্তর টপকে মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্তরের যোগ ব্যায়াম প্রতিযোগিতার প্রশিক্ষক সুভাষ বেরার কাছে কঠোর অনুশীলন করছে।ঘরের ছেলের সাফল্য ও স্বপ্নকে সফল করতে দিন রাত এক করে অর্থ উপার্জন করছেন দাদু ,বাবা সকলেই।তবু সংশয়-শেষ পর্যন্ত মালয়েশিয়া যাওয়া হবে তো? কারন অনেকটাই টাকার প্রয়োজন। কিন্তু হাল ছাড়তে নারাজ বাগনান দুই ব্লকের বীরকুল গ্রামের মান্না পরিবার।
মালয়েশিয়ার মঞ্চে যোগ স্বপ্ন, পঞ্চম শ্রেণির স্নেহাশীষের লড়াই
