গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির জংশন এলাকা থেকে ৩২ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ প্রধাননগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে শিলিগুড়ি জংশন এলাকায় এক যুবক মাদকসহ কলকাতা যাবার বাসের জন্য অপেক্ষা করছে।
গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য। স্কোয়াশ ভর্তি দুটি বস্তা থেকে উদ্ধার হয় পাঁচ প্যাকেট গাঁজা যার আনুমানিক ওজন ৩২ কেজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকারের উপস্থিতিতে গ্রেপ্তার করা হয় শশি কর নামে ওই যুবককে। ধৃতের বাড়ি শিলিগুড়ির বাঘাযতীন কলোনিতে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। অভিযুক্ত ওই মাদক কোচবিহার থেকে নিয়ে এসে কলকাতা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেই জানা গিয়েছে।
