বিভিন্ন অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে জলপাইগুড়িতে শহীদ দিবস পালন করল যুব কংগ্রেস সমর্থকেরা

শহীদের র*ক্ত হবে নাকো ব্যর্থ। এই স্লোগানের মধ্য দিয়ে অমর শহীদ একুশে জুলাই পালন করে যুব কংগ্রেস কমিটি। শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। ১৩জন শহীদকে শ্রদ্ধা জানাতে জলপাইগুড়িতে শহীদ দিবস পালন করল যুব কংগ্রেস সমর্থকরা।

সোমবার জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে শহরের থানা মোড় এলাকায় রাজীব ভবনের সামনে শহীদ বেদীতে মাল‍্যদান করে শহীদদের স্মরণ করেন তারা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, গৌতম দাস সহ দলের বিভিন্ন নেতারা। জেলা যুব কংগ্রেস নেতারা বলেন, ১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলি‌তে প্রাণ হারিয়ে‌ছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী।

সেই ঘটনার তদন্ত রিপোর্ট আজও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। ১৩ জন যুব কংগ্রেস কর্মী‌র প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিতে প্রতি বছর শহীদ দিবস পালন করা হয়। পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে মাল‍্যদান করে শহীদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।