বীরভূমের গা ছমছমে অন্ধকারে নিয়ে যেতে চলেছে ZEE5-এর ‘বিভীষণ’

ভারতের সবচেয়ে বড় স্বদেশী স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ZEE5-এর প্রযোজনায় ও রাজা চন্দের পরিচালনায় নির্মিত লেটেস্ট বাংলা অরিজিনাল সিরিজ “বিভীষণ” সম্প্রচারিত হতে চলেছে। এই থ্রিলারটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সোহম মজুমদার ও দেবচন্দ্রিমা সিংহ রায়, যা ২৭ জুন থেকে শুধুমাত্র ZEE5-এ স্ট্রিমিং হবে। ‘বিভীষণ’কেবল আরেকটি নতুন রহস্য নাটক নয়, এটি বীরভূমের উপর ভিত্তি করে তৈরি। যেখানে হঠাৎ করেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত এবং রক্ত হিম করা ঘটনা। একটি রহস্যময় চুরি, একটি মস্তকহীন মৃতদেহ, এবং একটি নির্মম হত্যাকাণ্ড যেন গোটা এলাকাকে ঘুম উড়িয়ে দেয়। ঘটনাগুলোর তদন্তে করেন সোহম মজুমদার অভিনীত সাব-ইন্সপেক্টর বিধান সেন, যিনি একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন, যা তাকে বারবার বিপদের মুখে ঠেলে দেয়।

সম্প্রতি ZEE5 সিরিজের ট্রেলার প্রকাশিত করে, যা দর্শকদের মনে প্রবল কৌতূহলের সৃষ্টি করেছে। এর প্রতিটি মুহূর্তে বাড়তে থাকা উত্তেজনা, সন্দেহ ও চমকের আবহ গল্পটিকে আরও রহস্যময় করে তুলেছে। বিভীষণে বিধান সেনের চরিত্রে সোহম মজুমদার মনোমুগ্ধকর অভিনয় করেছেন, চরিত্রটিকে তিনি ভারসাম্য ও আবেগ দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা দর্শকদের মন ছুঁয়ে যাবে। অন্যদিকে, দেবচন্দ্রিমা সিংহ রায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকায় সমানভাবেই অনবদ্য।

এই প্রসঙ্গে ZEE5-এর এক মুখপাত্র বলেন, “আমরা বরাবরই চেষ্টা করি সব ভারতীয় ভাষায় গল্প বলার। ‘বিভীষণ’ আমাদের সেই প্রচেষ্টারই এক উল্লেখযোগ্য উদাহরণ।”এদিকে, পরিচালক রাজা চন্দ বলেন, “সিরিজটি পরিচালনা করা আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। ট্রেলারে যা দেখেছেন, সেটি কেবল শুরু—আসল চমক রয়েছে প্রতিটি পর্বে।”