বাগ বাউন্টি প্রোগ্রাম-এর জন্য পুরস্কার মূল্য বাড়িয়ে দিয়েছে জোমাটো। এবার জোমাটো আপনাকে লাখপতি করে দিতে পারে। জোমাটোর মোবাইল অ্যাপ্লিকেশন-এ বাগ খুঁজে দিতে হবে। তা হলেই তিন লাখ টাকা পুরস্কার।জোমাটো কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, CVV (Common Vulnerability Scoring System) তদন্ত করে দেখা হবে বাগ-এর জন্য কোম্পানির কত টাকা লোকসান হচ্ছে।সংস্থাটি জানিয়েছে, CVSS 10.0 হলে কেউ খুঁজে পেলে তাঁকে চার হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা ২.৯৯ লাখ টাকা। CVSS 9.5 হলে তিন হাজার ডলার পুরস্কার।জোমাটোর বাগ বাউন্টি প্রোগ্রাম-এর সঙ্গে যুক্ত হতে গেলে টু ফ্যাক্টর অথেনটিকেশন লাগবে। তার পর Bug খুঁজে দিলেই বড়সড় পুরস্কার।
Zomato আপনাকে করে দেবে লাখপতি ।। জেনে নিন কিভাবে?
