তৈরী হচ্ছে বাস স্ট্যান্ডের নতুন জায়গা

কয়েক বছর ধরে চলছে জল্পনা, একাধিকবার রাখা হয়েছে প্রস্তাব। কিন্তু বিভিন্ন কারণ বশত তা বাতিল হয়েছে। তবে সব শেষে নির্দেশ এসেছিল কোর্টের তরফে। শহীদ মিনার লাগোয়া প্রায় ৯০০ বর্গমিটার এলাকা জুড়ে থাকা ঐতিহ্যপূর্ণ বিখ্যাত বাসস্ট্যান্ডটি এবার নিজের জায়গা বদল করতে চলেছে।

মেট্রোর পার্পল লাইন স্টেশনের নির্মাণকাজ অব্যাহত রাখতে ভারতীয় সেনাবাহিনী কার্জন পার্ক এলাকা রেল বিকাশ নিগম লিমিটেডকে ব্যবহারের অনুমতি দিয়েছে। যার ফলে এসপ্ল্যানেডে অবস্থিত এল -২০ বাস স্ট্যান্ড ও অন্যান্য মিনিবাস পরিষেবা সরানোর পথ প্রশস্ত করল।

মেট্রোর পার্পল লাইন স্টেশনের নির্মাণ কাজ গ্রান্ড হোটেলে বিপরীতে অর্থাৎ মনোহর দাস তড়াগ পর্যন্ত এগিয়েছে। তবে সেখানে রয়েছে ব্লু লাইনের এসপ্লানেড স্টেশন। যদিও, এখনই ব্লু লাইনের এসপ্লানেড স্টেশন ও ইস্ট ওয়েস্ট অর্থাৎ গ্রিনলাইনের এসপ্লানেড স্টেশনের সঙ্গে পার্পল লাইন সংযুক্ত করার কাজ এখনো অনেকটাই বাকি। ডোরিনা ক্রসিং লাগোয়া বাসস্ট্যান্ডটি সরে এবার থেকে শহীদ মিনারের পার্শ্ববর্তী বেসরকারি বাস স্ট্যান্ড এবার কার্জন পার্কে সরে যাবে।