রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। শিয়ালদহ থেকে দু দুটি এসি লোকাল চালু হয়ে গিয়েছে পুজোর আগেই। শিয়ালদহ ভায়া বনগাঁ রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, দুই রুটেই ভালো সাড়া মিলেছে যাত্রীদের।
আর এবার যাত্রীদের আরও বড় সুখবর, হাওড়া থেকেও এসি লোকাল চালু করার তোড়জোড় চলছে বলে শোনা যাচ্ছে। রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য ভাবনাচিন্তা করা হচ্ছে। দুটি এসি রেকের জন্য আবেদন করা হয়েছে রেল বোর্ডের কাছে।
এমনকি জল্পনা শোনা যাচ্ছে, হাওড়া-ব্যান্ডেল রুটে চালু করা হতে পারে এই ডিভিশনের প্রথম এসি লোকাল। হাওড়া-ব্যান্ডেল রুটে প্রতিদিন বহু সংখ্যক যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন। শিয়ালদহ ডিভিশনে দুটি এসি লোকাল চালু হওয়ার পর থেকে আশা করে ছিলেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও।
