নির্দেশ অনুযায়ী জরিমানা দিতে হবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাস থেকে শিক্ষক দুর্নীতির অভিযোগে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

ফের একবার পার্থের জামিনের আবেদন খারিজ। জানা গিয়েছে প্রতিদিনই চার্জশিটের কপি চাইছেন পার্থের আইনজীবী। আগে সেই আবেদন খারিজও করেছিলেন বিচারক। তবে এরপরও এই আবেদন জানানোয় পার্থকে আর্থিক জরিমানা করলেন আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

বার বার একই আবেদন করায় পার্থবাবুকে ১,০০০ টাকা জরিমান করেছে আদালত। আপাতত আগামী ১১ অক্টোবর পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।