দেশের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে ইন্ডিয়া লঞ্চ্ করল #অ্যামইয়ং (#AmYoung) প্রোগ্রাম। তরুণ-বয়সীদের মধ্যে ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধির লক্ষ্যে অ্যামওয়ের এই উদ্যোগ। এছাড়া, অ্যামওয়ে ইস্টের পক্ষ থেকে নারী শক্তির পরবর্তী পর্যায় শুরুর ঘোষণাও করা হয়েছে। এই পর্যায়ে অ্যামওয়ের লক্ষ্য চার শতাধিক মহিলা ডাইরেক্ট সেলারের কাছে পৌঁছে যাওয়া এবং ১২ মাসব্যাপী ট্রেনিং ওয়ার্কশপের মাধ্যমে তাদের ব্যবসায়িক উদ্যোগের প্রতি সহায়তা প্রদান করা।
এইসব উদ্যোগের মাধ্যমে অ্যামওয়ে ইন্ডিয়া মহিলা ও সাধারন মানুষের মধ্যে ব্যবসা সংক্রান্ত শিক্ষা প্রদান ও সুযোগের সদ্ব্যবহার করার প্রেরণা জোগাবে, যাতে তারা নিজেদের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারেন এবং সাফল্য অর্জন করতে পারেন। নারী শক্তি প্রোগ্রামের সাফল্যের ওপরে ভিত্তি করে #অ্যামইয়ং প্রোগ্রাম তরুণ-বয়সী ডাইরেক্ট সেলারদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, প্রোডাক্ট ট্রেনিং, বিভিন্ন বিজনেস টুলস ও সোস্যাল কমার্স ব্যবহারের ক্ষমতার দিকে নজর দেবে।