রাজ্যের মুকুটে জুড়লো আরও একটি পালক

বহুদিন ধরেই চলছিল পরীক্ষা অবশেষে সফল হলো, শিশু এবং কিশোরদের টাইপ ১ ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে প্রশংসিত পশ্চিমবঙ্গ সরকারের মডেল। রাজ্যের অত্যাধুনিক স্বাস্থ্য মডেল আগেই পেয়েছিল বিশ্বমানের স্বীকৃতি। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস মাস কয়েক আগে ২০২৫ সালের বেছে নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সম্প্রতি এসএসকেএম-এ এসে টাইপ ১ ডায়াবেটিসের বিরুদ্ধে বাংলার লড়াইয়ের প্রশংসা করেছেন হার্ভার্ডের বিশেষজ্ঞ চিকিৎসক। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জিন বুখম্যান অসংক্রামক রোগের বিশেষজ্ঞ হিসেবে সমগ্র বিশ্বে সুনাম অর্জন করেছেন।

তিনি সম্প্রতি এসএসকেএম-এ এসে টাইপ ১ ডায়াবেটিস রোগের বিরুদ্ধে বাংলার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ডায়াবেটিস এমন একটি রোগ যা বহু সমস্যা ডেকে নিয়ে আসে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে মানুষের অনিয়মিত জীবনযাত্রা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই ডায়াবেটিসের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।