28                                    
                                    
                                        Oct                                    
                                
                            
                        
                        
                    
                        ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে ডুয়ার্সের নাম। চিরকালই ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দূরপাল্লার ট্রেনের বুকিং এর উইন্ডো খোলার কিছুক্ষণের মধ্যেই হাওড়া শিয়ালদা ডিভিশনের থেকে উত্তরবঙ্গগামী যাওয়ার সব কটি ট্রেনের টিকিটই বাড়ন্ত। এই বিষয়ে হসপিটালিটি এন্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এর পক্ষ থেকে সম্রাট সান্যাল জানান, কয়েক দিন আগেই যে ভয়াবহ বিপর্যয় হয়েছিল তাতে আমরা আশঙ্কা করছিলাম এবারে হয়তো শীতে পর্যটকের সংখ্যা খুব কম থাকবে। তবে যারা ঘুরতে ভালবাসেন তারা উত্তরবঙ্গকে এড়িয়ে গেলেন না। এর পাশাপাশি ট্রেনের বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে যে সমস্ত টিকিট গুলো বিক্রি হয়ে যাচ্ছে এর ফলে…                    
                                            
                                    