15
Jun
দিন প্রতিদিন দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে গরম। প্রবল গরমে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে গ্রীষ্মের ছুটি আরও বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি, আধা সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি থাকছে। কিন্তু বেসরকারি স্কুলগুলি জানিয়েছিল তারা স্কুল খোলা রাখবে এবং সশরীরেই হবে পড়াশুনা। কিন্তু এখন তারা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এল। জানান হয়েছে, অনলাইনেই ক্লাস করাবে তারা। একাধিক বেসরকারি স্কুলের তরফে জানানো হয়েছে ২৬ জুন পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে। তার পর সরকারি নির্দেশিকা মেনে নেওয়া হবে সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্ততেও খুশি নয় অভিভাবকদের একাংশ। তাদের একাংশের বক্তব্য, সবই হচ্ছে শুধু অফলাইন পড়া ছাড়া। তারা সন্তানদের স্কুলে পাঠাতে…
