12
Mar
বড় জয় লাভ হয়েছে। এই প্রথম রাজধানী দিল্লির বাইরে বড় জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পঞ্জাব বিধানসভায় জিতেছে তারা এবং সরকার গঠন করতে চলেছে। নির্বাচনে জেতার পরেই রণহুঙ্কার দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বললেন, আজ পঞ্জাবে বড় বড় কুর্সি কেঁপে গিয়েছে। এই মন্তব্য করে তিনি নাম নেন সুখবীর সিং বাদল, সিধু, চন্নি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। পঞ্জাব জেতার পর ভাষণ দেন আম আদমি পার্টির সুপ্রিমো। কেজরি বলেন, আজ বিরাট বড় ইনকিলাব হয়েছে। বিগত ৭৫ বছর ধরে কোনও রাজনৈতিক দল কোনও সিস্টেম পরিবর্তন করেনি। সেই ইংরেজ আমলের সিস্টেম রেখেই এসেছে। কিন্তু এবার সিস্টেম বদল হবে। তাঁর বক্তব্য,…
