12
Mar
মাসের শুরু থেকেই উষ্ণতা বাড়ছে চরমে। গত বছরের শেষ থেকে একাধিকবার পশ্চিমী ঝঞ্ঝার সম্মুখিন হতে হয়েছে বাংলার মানুষকে। শীতের পারদ নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি এসেছে এবং আবহাওয়ার দফারফা করেছে। তবে এখন শীত পেরিয়ে বসন্ত এবং আগামী কয়েকদিনেই খাতায়-কলমে গরম পড়বে। কিন্তু এখন থেকেই পারদ চড়ছে, বাড়ছে তাপমাত্রা। এদিকে আগামী সপ্তাহে দোল। তখন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভবনা নেই। তাই এখন যেমন গরমের আবহ রয়েছে সেটাই থাকতে চলেছে। আগামী সপ্তাহে ১৮ এবং ১৯ তারিখ যথাক্রমে দোল এবং হোলি। সেই সময়েও আবহাওয়া একই রকম থাকবে বলেই…
