28
Aug
বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। সেই ঘটনার রেশ চলছে বেশ কিছু সময় ধরে। চিনের রেয়ার আর্থের রফতানির নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে ইভি শিল্প প্রভাবিত হলেও, ভারত রেকর্ড পরিমাণে বৈদ্যুতিক যানবাহণ বিক্রির দিকে এগিয়ে চলেছে। গত ৭ মাসে, ভারতে প্রতিটি সেগমেন্টেই ইভির শক্তিশালী বিক্রি দেখা গেছে। এই পরিসংখ্যানগুলি প্রমাণ করেছে যে চিন ইভি শিল্পের জন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ রফতানি নিষিদ্ধ করলেও ভারতে ইভির উৎপাদন এবং বিক্রয়ের ওপর এখনও কোনও প্রভাব পড়েনি। এই প্রসঙ্গে, গত ৪ এপ্রিল চিন রেয়ার আর্থ ম্যাগনেটসের রফতানি নিষিদ্ধ করে। বৈদ্যুতিক যানবাহণ তৈরিতে এই চুম্বকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন বিশ্বের সবচেয়ে বড় রেয়ার আর্থ রফতানিকারী দেশ হিসেবে বিবেচিত হয়।…
