03
Nov
যে কোনো বিশেষ উপলক্ষ শুরু হয় উৎসবের জন্য প্রয়োজনীয় মুদিখানার জিনিস কেনাকাটার অসাধারণ সফর দিয়ে। এই সময়েই লোকজন মরশুমি ফল, সবজি, এবং উৎসবের আমেজ নিয়ে আসা সুস্বাদু রান্না তৈরি করার জন্য অন্যান্য সকল আবশ্যক সামগ্রী কেনে। সুগন্ধী এলাচ এবং ঘি থেকে শুরু করে নানা ধরনের বাদাম ও মিষ্টির সম্ভার, সবকটি জিনিসেরই আছে আলাদা তাৎপর্য। নভেম্বর 7, 2023 অবধি Amazon.in-এ চলা 'সুপার ভ্যালু ডেজ'-এর সাহায্যে আপনার ভাঁড়ার ভরে তুলুন। মুদিখানার জিনিস, নিত্যব্যবহার্য সামগ্রী, প্যাকেজড খাবার, স্ন্যাকস, পানীয় ও স্টেপলস জাতীয় নানা ধরনের জিনিসে গ্রাহকেরা উপভোগ করতে পারেন 50% অবধি ছাড়। এছাড়াও, গ্রাহকেরা দাওয়াত, আশীর্বাদ্ম ডাভ, ভেসলিন ও আরো নানা ব্র্যান্ডের থেকে…
