23
May
ICICI প্রু কনস্ট্যান্ট ম্যাচিউরিটি ফান্ড নামে একটি ঋণ তহবিল চালু করেছে ICICI প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এই তহবিলের মাধ্যমে গ্রাহকরা তাদের বিনিয়োগের জন্য উচ্চ সুদের হার লক-ইন করতে পারবেন। যা তাদের দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করতে এবং আর্থিক লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে৷ উল্লেখ্য, ICICI প্রু কনস্ট্যান্ট ম্যাচিউরিটি ফান্ড হল জীবন বীমা বাজারে এই ধরনের প্রথম ফান্ড। সদস্যতার জন্য ১৫ মে থেকে এই নতুন তহবিল খোলা হবে। আইসিআইসিআই প্রু কনস্ট্যান্ট ম্যাচুরিটি ফান্ডটি হল- ঋণ এবং এবং সুদের হারের মধ্যে একটি বিপরীত সম্পর্ক তৈরি করে। যার ফলে স্বাভাবিক ভাবেই ফর্মুলা অনুসারে সুদের হার কমে গেলে গ্রাহকদের উপর থেকে ঋণের বোঝাও অনেকটা কমে যায়।…
