22
Apr
লঞ্চ হল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের আপগ্রেডেড লাইট কমার্সিয়াল ভেহিকেল (এলসিভি) ‘সুপার ক্যারি’। মারুতি সুজুকির সুপার ক্যারি মিনি-ট্রাকের শক্তি জোগাবে ৪-সিলিন্ডার ইঞ্জিন যা দেবে ‘ইমপ্রুভড পার্ফর্ম্যান্স। নতুন ইঞ্জিনে রয়েছে আপগ্রেডেড ফাইভ-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। নতুন সুপার ক্যারিতে রয়েছে মারুতি সুজুকির ১.২এল অ্যাডভান্সড কে-সিরিজ ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি ইঞ্জিন। নতুন সুপার ক্যারির সঙ্গে মারুতি সুজুকি নিয়ে এসেছে নতুন সিএনজি ক্যাব চেসিস ভেরিয়েন্ট। এছাড়াও এই মিনি-ট্রাক পাওয়া যাবে সিএনজি ডেক, গ্যাসোলিন ডেক ও গ্যাসোলিন চেসিস ভেরিয়েন্টে। ভেরিয়েন্ট অনুসারে সুপার ক্যারির দাম এরকম: গ্যাসোলিন ডেক ৫৩০৫০০ টাকা, গ্যাসোলিন ক্যাব চেসিস ৫১৫৫০০ টাকা, সিএনজি ডেক ৬৩০৫০০ টাকা ও সিএনজি ক্যাব চেসিস ৬১৫৫০০ টাকা। নতুন সুপার…
