12
Jun
ছাত্রীদের জন্য পর্যাপ্ত বাথরুম ও শ্রেণিকক্ষের অভাবে বিপাকে পড়েছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। ফলে একাদশ শ্রেণিতে নতুন ছাত্রী ভর্তি কার্যত বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবক মহল। জানা গেছে, বিদ্যালয়ে ছাত্রদের জন্য বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য সেই সুযোগ দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। এমনকি শিক্ষিকাদের ব্যবহারের জন্যও নেই আলাদা স্বাস্থ্যসম্মত শৌচাগার। ফলে মেয়েদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে না পারায় নতুন ছাত্রী ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামোগত এই সমস্যা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।…
