13
Aug
পুলিশ ব্যারাকে আশ্রয় নিলেও, আরজি কর হাসপাতালের এক তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সঞ্জয় রায় আসলে ভবানীপুরের ভাড়াটে, তবে যেই সেই ভাড়া বাড়ি নয়, সঞ্জয় শম্ভুনাথ পণ্ডিতের ঐতিহ্যবাহী বাড়ির ভাড়াটে, যেখানে শম্ভুনাথ পণ্ডিতের পরিবারের সদস্যরা এখনও থাকেন। জঘন্য অপরাধে অভিযুক্ত সঞ্জয়ের সঙ্গে শম্ভুনাথ পণ্ডিতের ঠিকানা যুক্ত হওয়ায় তাদের গলায় আফসোস নেমে আসছে। ৫৫বি শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট। রাস্তার নাম শুনলেই বুঝতে পারবেন কার নামে বাড়ির নাম। আর এই বাড়ির বাসিন্দা কে ছিলেন, যে বাংলায় এখন এক নামে পরিচিত, কলকাতার প্রাণকেন্দ্রে যার নামে আস্ত একটা সরকারি হাসপাতাল আছে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ঠিকানার সঙ্গে যুক্ত হয়েছে আরজি…
