13
Jan
একটা স্যালাইন, তাতেই মেদিনীপুর থেকে কলকাতা? স্যালাইনকাণ্ডে ১ প্রসূতির মৃত্যু এবং ৩ প্রসূতির অসুস্থতা। গ্রিন করিডোর করে রবিবার রাতেই তাদের আনা হয় কলকাতায়। CCU, ITU বেডে অসুস্থ ৩ প্রসূতি। ইতিমধ্যে গঠন করা হয়েছে মেডিক্যাল টিম। হাসপাতালে থাকাকালীন প্রত্যেক প্রসূতির রিপোর্ট নিয়মিত দিতে হবে এই মেডিক্যাল টিমকে। কলকাতায় আনার পথে অসুস্থ ৩ প্রসূতির মধ্যে ১ আশঙ্কাজনক প্রসূতির চিকিৎসা চলেছে বিশেষ অ্যাম্বুলেন্সেই। এসএসকেএমে ভর্তির পর রাতেই ডিসি সাউথ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার হয়েছে কলকাতা-সহ একাধিক হাসপাতালে। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, তদন্ত কমিটির যে বিষয় নিয়ে চিন্তুত, স্যালাইন যদি নিম্নমানের হয় তবে বাকি…
