22
Nov
শিলিগুড় : সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই এর ঘটনায় স্তম্ভিত শহরবাসী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে। জানা গিয়েছে ওই বাড়িতেই একটি মুদির দোকানে একাধিক বার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকেই অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে। অভিযোগ কখনো দেশলাই কখনো ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্তি করেন সুজাতা সাহা কে। এরপর এক প্রকার বিরক্ত হই একটি দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী তারপরেই শটাং বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট…