21
Jul
'আই এম ভাইরাস' করোনা নিয়ে গান বেঁধে বিশ্বের দরবারে সুনাম কুড়িয়ে নিয়েছেন মালদার বাসিন্দা পেশায় অধ্যাপক ড. শিবশংকর চৌধুরী। সম্প্রতি মিউজিক কম্পোজিশন ও মিউজিক টেকনোলজির ওপর সুইডেনের রয়্যাল কলেজ অফ মিউজিকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিউজিক কম্পোজিশনের ওপর এই প্রথম ভারতীয় কোন গান গবেষক সুযোগ পেলেন ইনোভেশন ইন মিউজিকে। বিশ্বের বিভিন্ন দেশের মোট ৭৭ জন এই সৃজনশীলতা অনুষ্ঠানে সুযোগ পান। প্রত্যেককে নিজের গানের সৃজনশীলতার বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি গান গাওয়ার সুযোগ মেলে। মালদার অধ্যাপকের হাত ধরেই এই প্রথম গোটা দেশ বিশ্বদরবারে গর্বিত হলো। শিবশংকর বাবুর গান লেখার পাশাপাশি নিজের গলায় গান গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন। বিশ্বের একাধিক দেশের আলোচনা সভায়…
